kalerkantho


দিনাজপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন ইউপি সচিবরা

দিনাজপুর প্রতিনিধি►   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৫১দিনাজপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন ইউপি সচিবরা

ইউপি সচিব পদবী পরিবর্তন করে দশম গ্রেড স্কেলের কর্মকর্তার পদমর্যাদা, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদী সরকারি কোষাগার থেকে পরিশোধের ব্যবস্থা এবং পেনশনসহ আর্থিক নিরাপত্তার (তিন দফার) দাবিতে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন ইউনিয়ন পরিষদের সচিবরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ডাকে আজ রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসন পেতে বসেছেন জেলায় কর্মরত ইউপি সচিবরা। বিকেল ৫টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করবেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির স্থানীয় নেতা এ কে এম হাসান নুর জামান, মোকারম হোসেন, রফিকুল ইসলাম এবং মোস্তফা জামালসহ অন্যান্যরা।

সমিতির স্থানীয় নেতা এ কে এম হাসান নুর জামান জানান, দ্রুত দাবি পূরণ করা না হলে আগামী ২ এপ্রিল থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর নেতারা। ওই কর্মসূচিতে অংশ নেবেন সারা দেশের ইউপি সচিবরা।মন্তব্য