kalerkantho


মনিটরিং করলে সড়ক দুর্ঘটনার হার কমে যেত: ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৪৬মনিটরিং করলে সড়ক দুর্ঘটনার হার কমে যেত: ইলিয়াস কাঞ্চন

স্থানীয় জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রচারের পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধেও কার্যকর ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সংশ্লিষ্ট প্রশাসন যদি সঠিকভাবে মনিটরিংয়ের কাজ করতো তাহলে সড়ক দুর্ঘটনার হার কমে যেত। আজ শনিবার দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মাঠে সেন্টার ক্যাম্পেইনের ১১তম দিনে উপস্থিত থেকে ক্যাডেটদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

 ইলিয়াস কাঞ্চন বলেন, শুধু চালকদের দোষ দিলেই হবে না, নিজেদেরও সচেতন হতে হবে। তাছাড়া সড়কের পাশে হাট-বাজার, অবৈধ গাড়ি পার্কিংসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। এর পাশাপাশি রয়েছে মানুষের অসচেতনতা। বাবা-মার উচিত তাদের সন্তানদের সড়ক পারাপারের বিষয়ে সচেতন করা। তাহলে সড়ক দুর্ঘটনার হার অনেক কমে যাবে। 

তিনি আরও বলেন, প্রতিটি ক্যাডেটদের এ বিষয়ে মানুষের কাছে পৌঁছে সচেতন বাড়াতে হবে। তাদের বুঝাতে হবে সড়ক দুর্ঘটনা কোনও আজাব ব্যাপার নয়, সড়ক দুর্ঘটনা ঘটে শুধুমাত্র অসচেতনার কারণে।

১২ দিনব্যাপী এ ক্যাম্পেইনে দেশ সেরা ৬৫০ জন ক্যাডেট অংশ নিয়েছে। আগামীকাল রবিবার এ ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠিত হবে।মন্তব্য