kalerkantho


বড়াইগ্রামে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৭

নাটোর প্রতিনিধি    

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:১৭বড়াইগ্রামে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৭

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের আইরমারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বনপাড়া ও নাটোরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার চরতেতুলিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ফুলচাদ আলী ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারোয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শহীদ হোসেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি সামসুন নুর ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাক সকালে উপজেলার আইরমারী ব্রিজ এলাকায় পৌঁছে ট্রাকের যাত্রী নামাানো হচ্ছিল। এ সময় পেছন থেকে মালবোঝাই একটি পিকআপ ভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুই যাত্রী মারা যান। এ ছাড়া আহত হন অন্তত সাতজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

 মন্তব্য