kalerkantho


যশোরে পিকনিক বাসের চাপায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৪২যশোরে পিকনিক বাসের চাপায় নিহত ২

যশোরে পিকনিক বাসের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে যশোর-মণিরামপুর সড়কের মনিরামপুর উপজেরার কানাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ।

নিহতরা হলেন মণিরামপুরের পাঁচবাড়িয়া গ্রামের নীতিশ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) ও তার বন্ধু হাজরাইল গ্রামের ধীরাজ মণ্ডলের ছেলে দেবপ্রসাদ মণ্ডল (২৮)।

এ ব্যাপারে এসআই সোবহান শরীফ জানান, ওই দুই যুবক বিকেল সাড়ে ৩টায় মোটরসাইকেলে মণিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। কানাইতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পিকনিকের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ব্যানার দেখে স্থানীয়রা বাসটি পিকনিকের বলে জানালেও দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।  

নিহত প্লাবনের স্বজন সোনালি মল্লিক জানান, প্লাবন ও দেবপ্রসাদ পরস্পর বন্ধু। তাদের একজনের মাথা এবং অপরজনের বুক ও পায়ের ওপর দিয়ে বাস চলে গেছে।  মন্তব্য