kalerkantho


পোরশায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি    

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:২৩পোরশায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ রোমান (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণপুর বেড়াচকি নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক রোমান বিষ্ণপুর গ্রামের দুরুল হুদার ছেলে।

পোরশা থানার ওসি মোসাব্বেরুল হক জানান, বিষ্ণপুর এলাকায় সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দল অস্ত্র বেচাকেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রোমানকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে।

 মন্তব্য