kalerkantho


গৌরনদী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ'লীগ ও বিএনপির মনোনয়নপত্র দাখিল

গৌরনদী প্রতিনিধি   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৫৩গৌরনদী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ'লীগ ও বিএনপির মনোনয়নপত্র দাখিল

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আজ বৃহস্পতিবার সকালে পৃথক ভাবে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নপত্র রির্টানিং অফিসারের কাছে দাখিল করেছেন।

সকাল সাড়ে ১১টায় রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম ও সহকারী রির্টানিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান তালুকদারের কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী মনোনয়নপত্র জামা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মদ হারুন, অ্যাডভোকেট রনজিত কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে বিএনপির মনোনিত প্রার্থী মনজুর হোসেন মিলন রিটানিং অফিসারের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন।

প্রসঙ্গ, গত বছরের ১৯ ফেরুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খানের মৃত্যুতে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়। আগামী ৬ মার্চ এ উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।মন্তব্য