kalerkantho


রৌমারীতে মৌমাছির আক্রমণের শিকার এমপিসহ ১৫জন

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:১৬রৌমারীতে মৌমাছির আক্রমণের শিকার এমপিসহ ১৫জন

কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির আক্রমণের শিকার হয়ে আহত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান ফজলুল হকসহ ১৫ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সবাই বাড়ি চলে যায়। আজ বৃহষ্পতিবার দুপুরের দিকে চরশৌলমারী মিয়ারচর নামক স্থানে পৌঁছা মাত্রই মৌমাছির কবলে পড়ে।

স্থানীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪) রুহুল আমিন জানান, আমরা দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে রৌমারী বাজারে ফিরছিলাম। মিয়ারচর নামক স্থানে পৌছা মাত্রই হঠাৎ মৌমাছি আক্রমণ করে বসে। এতে আমার সঙ্গে থাকা চরশৌলমারী ইউপি চেয়ারম্যান, থানা পুলিশসহ ১৫জনের মতো মৌমাছির আক্রমণের শিকার হয়। তবে গুরুতর কেউ আহত হয়নি।

 মন্তব্য