kalerkantho


শিমুল হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

কালাপাড়া প্রতিনিধি   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০শিমুল হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও দোষিব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত শহীদ সুরেন্দ্র মোহন সড়কে আয়োজিত এ মানববন্ধনে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিসহ কলাপাড়ায় কর্মরত সকল সংবাদবাদকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত সবাই শিমুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করেন। এ সময় শপথ বাক্য পাঠ করান কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।মন্তব্য