kalerkantho


কুমিল্লা রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজেস্ব প্রতিবেদক: কুমিল্লা   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কুমিল্লা রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজ বুধবার কুমিল্লার রেলওয়ের শাসনগাছা ও ধর্মপুর রেলক্রসিং এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান এই উচ্ছেদ অভিযানে প্রায় ৩৫টির মতো অবৈধভাবে স্থাপনকারী ছোট-বড় দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় চট্টগ্রামের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, '১৯৭০ সালের উচ্ছেদের আইন অনুসারে এই কার্যক্রম চালানো হয়েছে। বাংলাদেশের রেলওয়ের চট্টগ্রাম বিভাগের আওতাধীন কুমিল্লা রেলওয়ে স্টেশন এরিয়াতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখানে জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার কর্তৃক নিযুক্ত ফোর্স, রেলওয়ের পুলিশ ও অন্যান্য কর্মকর্তাও আছেন।' 

এ সময় কুমিল্লা জেলা প্রশাসনের নেজার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামিরুল ইসলাম, কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূইয়া, রেলওয়ের এসএসএই ওয়ার্কস শাহাদাৎ হোসেন চৌধুরী, রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।মন্তব্য