kalerkantho


ধামরাইয়ে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৪৯ধামরাইয়ে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাইয়ের আগজেঠাঁইল গ্রাম থেকে সুদেব ভৌমিক (১৮) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সুদেব ভৌমিক আগজেঠাঁইল গ্রামের মৃত তাপস ভৌমিকের ছেলে। তিনি রাজধানীর বংশাল থানার সুরিটোলা এলাকায় একটি তৈরি পোশক কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সুদেব ভৌমিক গতকাল সোমবার সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে আসেন। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। আজ ভোর ৫টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড়ের কাছে একটি গাছে সুদেবের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় এক ব্যক্তি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুদেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। 

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 মন্তব্য