kalerkantho


অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি    

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০৯অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে শিশুর মৃত্যু

নানা বাড়ি থেকে পিতা-মাতার সাথে নিজেদের বাড়ি ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে জান্নাতী (৮) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের গাববাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।  

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পিতা নুরুল ইসলাম ও মাতা রেনু বেগমের সাথে ইজিবাইকে চড়ে কুয়াকাটার নানা বাড়ি থেকে ডালবুগঞ্জের মিরপুর গ্রামের নিজের বাড়ি ফিরছিল জান্নাতী। পথিমধ্যে অটোরিকশার পিছনের চাকার সাথে তার গলার ওড়না জড়িয়ে যায়। সাথে সাথে শিশুর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পর থেকে অটোর চালক পালিয়ে যায়। মন্তব্য