kalerkantho


নান্দাইলে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৫৯নান্দাইলে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুর গুলিতে দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হন। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দরা। 

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন এনামূল হক বাবুল, আজিজুর রহমান ভূঁইয়া বাবুল, অরবিন্দ পাল, মোস্তাফিজুর রহমান, শামছ-ই-তাবরিজ রায়হান ও ফয়সাল আহম্মেদ। এ সময় বক্তারা সাংবাদিক শিমুল হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

সমাবেশ শেষে স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।মন্তব্য