kalerkantho


খেপুপ‌াড়া কো-অপা‌রে‌টিভ সোসাই‌টির শতবর্ষ পূ‌র্তি

কলাপাড়া (পটুয়াখালী) প্র‌তি‌নি‌ধি   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৩খেপুপ‌াড়া কো-অপা‌রে‌টিভ সোসাই‌টির শতবর্ষ পূ‌র্তি

'খেপুপ‌াড়া কো-অপা‌রে‌টিভ সাপ্লাই অ্যান্ড সোসাই‌টি লি‌মি‌টেড' এর শতবর্ষ পূ‌র্তি ২০১৬ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার সকাল সা‌ড়ে ১০টায় কলাপাড়া পৌর শহ‌রের প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে এক‌টি বর্ণাঢ্য র‍্যালি ‌বের করা হয়। ‌র‍্যালিটি প্র‌তিষ্ঠা‌নের অটোরাইস মি‌ল চত্ব‌রে গি‌য়ে শেষ হয়। প্র‌তিষ্ঠান‌টি বিগত ১৯১৬ সা‌লের ১৪ ডি‌সেম্বর প্র‌তি‌ষ্ঠিত প্র‌তিষ্ঠা‌নের শতবর্ষ উদযাপন করে। সভায় সভাপতিত্ব করেন ২০১৭ 'খেপুপ‌াড়া কো-অপা‌রে‌টিভ সাপ্লাই অ্যান্ড সোসাই‌টি লি‌মি‌টেড' এর সভাপ‌তি ম‌াওলানা মো. জিয়াউল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রা‌খেন সা‌বেক ভাইস চেয়ারম্যান মোস‌লেম উদ্দিন আহ‌ম্মেদ, প্রধান অতি‌থির বক্তব্য রা‌খেন সা‌বেক পা‌নিসম্পদ প্র‌তিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। বি‌শেষ অতি‌থির বক্তব্য রা‌খেন কলাপাড়া উপ‌জেলা চেয়ারম্যান আব্দুল মোতা‌লেব তালুকদার, সা‌বেক পৌর মেয়র এস এম রা‌কিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল প্রমুখ।মন্তব্য