kalerkantho


নাসিরনগরে ঘটনায় আটক আরও ৩

কালের কণ্ঠ অনলাইন   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৪৩নাসিরনগরে ঘটনায় আটক আরও ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলা সদরের পশ্চিমপাড়ার আহাম্মদ আলী (৪৫), মো. তাবারক হোসেন (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (২৮)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, ২০১৬ সালের ৩০ অক্টোবর হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজে আটক ব্যক্তিদের দেখা গেছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

হামলার ঘটনায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 মন্তব্য