বরিশালে সাগর শীল (১৮) নামে এক কলেজছাত্রর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাসার বাথরুমের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সাগর পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রামনগর তাতেরকাঠি গ্রামের স্বপন শীলের ছেলে এবং বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পড়ালেখার সুবাদে সাগর বরিশাল নগরের ঝাউতলাসংলগ্ন এলাকায় অ্যাডভোকেট ইসহাক মিয়ার বাসার চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. আল মামুন জানান, সন্ধ্যা থেকে রুমমেটরা খোঁজ পাচ্ছিল না সাগরের। পরে তারা বাসার বাথরুমের ভেতরে গলায় রশি পেঁচান ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের