kalerkantho


সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর ইন্তেকাল

কালের কণ্ঠ অনলাইন   

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫২সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর ইন্তেকাল

পাবনা ১ (বেড়া-সাথিয়া) আসনের সাবেক সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ এর সহধর্মিণী মোছা. দিলরুবা খাতুন আঙ্গরী গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ আসর নুরজাহান রোডে জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে লাশ দাফন করা হবে।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন পাবনা ১ আসনের বর্তমান সাংসদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বেড়া পৌরসভার মেয়র আলহাজ আব্দুল বাতেন, নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশানের সভাপতি আল মাহমুদ সরকার, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান মজনু প্রমুখ।মন্তব্য