kalerkantho


শিবগঞ্জের এমপি রাব্বানীর মায়ের দাফন সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৩৯শিবগঞ্জের এমপি রাব্বানীর মায়ের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের এমপি গোলাম রাব্বানীর মা মুনসুরা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি ৬ ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা শুক্রবার বিকেলে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুখুরিয়াস্থ গোলাম রাব্বানী এমপির বাসভবনের সামনে জামে মসজিদসংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

সংসদ সদস্য গোলাম রাব্বানীর মায়ের মৃত্যুতে শিবগঞ্জের কৃতি সন্তান ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিলার রহমান মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 
 

 মন্তব্য