kalerkantho


পাথরঘাটায় ২০ মণ জাটকা আটক

কালের কণ্ঠ অনলাইন   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৩১পাথরঘাটায় ২০ মণ জাটকা আটক

বরগুনার পাথরঘাটায় ২০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। উপজেলার বিশখালী নদী থেকে আজ শুক্রবার ভোররাতে দুটি ট্রলারে তল্লাশি করে এসব জাটকা আটক করা হয়। পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসানুর রহমান জানান, চোরাচালান বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নিয়মিত টহল চলছিল। ভোররাতে মাছ ধরার দুটি ট্রলার থেকে ২০ মণ জাটকা আটক করা হয়। পরে পাথরঘাটা মৎস্য অফিসে মাছগুলো হস্তান্তর করা হয়। জাটকাগুলো উপজেলার বিভিন্ন এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।মন্তব্য