kalerkantho


শেরপুরে বাসের ধাক্কায় পিকনিকের পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত

শেরপুর প্রতিনিধি   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪১শেরপুরে বাসের ধাক্কায় পিকনিকের পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত

শেরপুরে বাসের ধাক্কায় অবকাশ কেন্দ্রগামী পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী উপজেলার মাটিয়াকুড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের শামছুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৩) ও তার চাচাতো ভাই শহীদ চৌকিদারের ছেলে আবু হামজা (১৪)। আহতদের মধ্যে দুজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা থেকে স্থানীয় কয়েকজন তরুণ পিকআপ ভ্যানে করে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে পিকনিকে যাচ্ছিল। এ সময় ঝিনাইগাতীর মাটিয়াকুড়া এলাকায় পেছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও ১০ জন আহত হয়।

ঝিনাইগাতীর থানা ওসি মিজানুর রহমান জানান, নিহতদের লাশ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

 মন্তব্য