kalerkantho


এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরিদপুরে পরীক্ষার্থী ২৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৪৮এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরিদপুরে পরীক্ষার্থী ২৩ হাজার

আজ বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে ফরিদপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৯ উপজেলার ৩৮টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৬১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২০টি কেন্দ্রে ১৮ হাজার ৭৩৪ জন এসএসসি পরীক্ষার্থী, আটটি কেন্দ্রে ২৭৭৩ জন দাখিল পরীক্ষার্থী, ৯টি কেন্দ্রে ১৫১৫ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী এবং একটি কেন্দ্রে ৩৯ জন দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা।

ফরিদপুরের কেন্দ্র সচিব দুর্গারানী সিকদার বলেন, "সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।"
 

 মন্তব্য