kalerkantho


বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:২২বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুফপুর মোড়ে পাথরবোঝাই ট্রাক ও কয়লাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পাথরবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা যায়। নিহতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বগুড়া থেকে ফায়ার সার্ভিসের মেডিক্যাল ও অপারেশন টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের জন্যে চেষ্টা চালাচ্ছে। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 মন্তব্য