kalerkantho


কলাপাড়ায় শুরু হ‌য়‌েছে দুর্নীতি প্র‌ত‌িরাধবিষয়ক গণশুনা‌নি

কলাপাড়া (পটুয়াখালী) প্র‌ত‌িন‌িধি   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৭কলাপাড়ায় শুরু হ‌য়‌েছে দুর্নীতি প্র‌ত‌িরাধবিষয়ক গণশুনা‌নি

'দেশ প্র‌েমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন।' এই স্লোগান ন‌িয়ে আজ বুধবার সকাল ৯টায় উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে শুরু হ‌য়‌েছে 'গণশুনানি' অনুষ্ঠান। দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপা‌রেন্সি ইন্টারন্যাশনাল বাংলা‌দেশ এর আয়োজ‌নে গণশুনানির সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসক এ কে এম শা‌মিমুল হক ছ‌িদ্দিকী। কলাপাড়া উপ‌জেলা দুর্নীতি প্রতিরোধ ক‌ম‌িটি ও স‌চেতন নাগ‌রিক ক‌ম‌িটির সহ‌যো‌গিতায় গণশুনানিতে স্বাগত বক্তব্য রা‌খেন বরিশাল দুদক এর প‌রিচালক আক্তার হোসেন।

প্রধান অত‌িথির বক্তব্য রা‌খেন দুর্নীতি দমন ক‌মিশ‌নের ক‌মিশনার ড. না‌সিরউদ্দীন আহ‌মেদ। ব‌িশেষ অত‌িথির বক্তব্য রা‌খেন দুদক প‌রিচালক মো. ম‌নিরুজ্জামান, দুদক উপপ‌রিচালক কে এম মিছবাহ উদ্দিন, উপ‌জেলা দুর্নীতি প্র‌ত‌িরাধ ক‌ম‌িটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া উপ‌জেলা চেয়ারম্যান আব্দুল মোতা‌লেব তালুকদার, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সা‌দিকুর রহমান, পরে মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, টি আই বি এর স‌িনিয়র প্রোগ্রাম ম্যা‌নেজার কাজী শ‌ফিকুর রহমান, স‌চেতন নাগ‌রিক ক‌ম‌িটি (সনাক) জেলা সভাপ‌তি মো. আবদুর রব আকন প্রমুখ।মন্তব্য