kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


মুরাদনগরে সুশীল সমাজের মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৭ ১৫:৪৭মুরাদনগরে সুশীল সমাজের মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ

কুমিল্লার মুরাদনগরে সুশীল সমাজের মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার মুরাদনগর উপজেলা সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক কাজী নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা ৩ মুরাদনগরের সংসদ সদস্য ও সাবেক এফবিসিসিআইয়ের সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

সভায় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন ইউসুফ আব্দুল্লাহ হারুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ কাইয়ুম খসরম্ন, জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ মাসুদ, অধ্যাপক কাজী তুফরিজ এটন, আক্তার হোসেন, আহসান হাবিব শামীম প্রমুখ।     

 


মন্তব্য