kalerkantho


জামালপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্ত

জামালপুর প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৭ ১৯:১৪জামালপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্ত

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে আজ বুধবার দুপুরে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের গণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের গল্প শুনান বীরপ্রতিক বশির আহম্মেদ, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, বীর প্রতীক জহুরুল হক মুন্সী। এ ছাড়াও একই দিন সন্ধ্যায় উন্নয়ন মেলা মঞ্চে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।  এতে বক্তব্য রাখেন মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন ডাঃ মোশায়ের উল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান।


মন্তব্য