kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।


মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নছিমনচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১১ জানুয়ারি, ২০১৭ ১৮:১৯মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নছিমনচালক নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের মধুপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিকাই মোল্লা (৩০) নামের এক নছিমন চালক নিহত হয়েছে। নিহত নছিমনচালক মধুখালীর বাগাট ইউনিয়নের রায়জাদাপুর গ্রামের মুক্তার মোল্লার ছেলে।

আজ বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে রাজবাড়ীগামী মায়া ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন। নছিমনটি রাজবাড়ীরর বালিয়াকান্দি থেকে চিনির বস্তা নিয়ে মধুখালীর বাগাট বাজারে যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার এসআই মো. গিয়াসউদ্দিন জানান, দর্শনা থেকে রাজবাড়ীগামী মায়া ট্র্যাভেলসের যাত্রীবাহী বাসটি (রাজবাড়ী-ব-১১-০০৪০) ওই স্থানে একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংগর্ষে হলে নছিমনের চালক নিহত হন। বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলেও আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 


মন্তব্য