kalerkantho


অপরাধ দমনে সফলতায় চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের এসপি

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৭ ১৮:১৪অপরাধ দমনে সফলতায় চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের এসপি

অপরাধ দমনে সফলতা অর্জন করায় চট্রগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ.স.ম মাহতাব উদ্দিন। গতকাল মঙ্গলবার চট্রগ্রাম বিভাগীয় অপরাধ পর্যালোচনা শীর্ষক সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম তার হাতে সম্মাননা পদক তুলে দেন। 

এদিকে শ্রেষ্ঠ এসপি হিসেবে সম্মাননা পদক লাভ করায় মাহতাব উদ্দিনকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শুভেচ্ছা জানাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, এক সময় অস্ত্রবাজী ও খুনাখুনিতে আতঙ্কের জনপদে পরিণত হয় লক্ষ্মীপুর। বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও উপ-বাহিনীর কাছে জিম্মি হয়ে এ জেলা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে খ্যাতি পায়। গত কয়েক বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় সন্ত্রাসীদের পুরানো হিসেব-নিকেশ পাল্টে যায়। 

সবশেষ ২০১৬ সালের ৮ মার্চ পুলিশ সুপার হিসেবে লক্ষ্মীপুরে যোগদান করেন আ স ম মাহতাব উদ্দিন। এরপর থেকে তিনি অপরাধ দমনে নেমেছেন। এতে সফলতা অর্জন করায় তাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সম্মাননা দেওয়া হয়।


মন্তব্য