kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, পবিপ্রবি শিক্ষক চাকরিচ্যুত

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৬ ২৩:৫০বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, পবিপ্রবি শিক্ষক চাকরিচ্যুত

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক এবিএম সাইফুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ শুক্রবার রেজিস্ট্রার অধ্যাপক জেহাদ পারভেজ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবিএম সাইফুল ইসলামের বিরুদ্ধে তার ফেসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবসকে তাচ্ছিল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৮ নভেম্বর রিজেন্ট বোর্ডের ৩৮তম সভায় পবিপ্রবির কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধান অনুযায়ী তাকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়। শিক্ষক এবিএম সাইফুল নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে রেজিস্ট্রার জেহাদ পারভেজ বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে শিক্ষক এবিএম সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।


মন্তব্য