kalerkantho


আশুলিয়ায় মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে দম্পতি দগ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ২৩:৪৭আশুলিয়ায় মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে দম্পতি দগ্ধ

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মুঠোফোনের চার্জার বিস্ফোরিত হয়ে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দগ্ধ ওই দম্পতি হলেন- জাফর আলী (৪৫) ও দুলালি বেগম (৩৮)। জাফর আলীর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রুয়েরপাড় বটতলা গ্রামে। স্ত্রীকে নিয়ে তিনি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ‘চৈতি ভিলা’ নামে একটি বাড়িতে ভাড়া থাকেন। জাফর আলী পোশাক কারখানায় নিরাপত্তা কর্মীর চাকরি করেন। তাঁর স্ত্রী পোশাক শ্রমিক।

এ বিষয়ে চৈতি ভিলার মালিক চাঁন মিয়ার ভাতিজা মোহাম্মদ আলী বলেন, ‘শুক্রবার রাতে মুঠোফোন চার্জ দিয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। আজ শনিবার ভোর ৫টার দিকে তাঁর মুঠোফোনে কল এলে জাফর আলী চার্জ দেওয়া অবস্থায় ফোন ধরে কথা বলার চেষ্টা করেন। এ সময় চার্জার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন জাফর ও তাঁর স্ত্রী দুলালির শরীরের কাপড়ে ছড়িয়ে পড়ে। এ সময় দুলালি দরজা খুলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে প্রথমে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সকাল ১০টার দিকে তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, আগুনে জাফর আলীর মুখ, হাত-পা, বুক ও পেট পুড়ে গেছে। আর তাঁর স্ত্রী দুলালির হাত-পা ও মুখ দগ্ধ হলেও জাফরের তুলনায় কম।

এ ব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের চিকিৎসকরা জানান, আগুনে জাফর আলীর শরীরের অন্তত ৭০ ভাগ আর তাঁর স্ত্রীর শরীরের বিভিন্ন অংশের অন্তত ২৫ ভাগ পুড়ে গেছে। 


মন্তব্য