kalerkantho


বকশীগঞ্জে ওষুধ বিক্রির ঘটনার জের ধরে হামলা, আহত ১০

জামালপুর প্রতিনিধি    

২২ অক্টোবর, ২০১৬ ১৮:২৯বকশীগঞ্জে ওষুধ বিক্রির ঘটনার জের ধরে হামলা, আহত ১০

জামালপুরের বকশীগঞ্জে ওষুধ বিক্রির ঘটনার জের ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবলীগ নেতা নজরুল সওদাগরসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বকশীগঞ্জ যুবলীগ নেতা নজরুল সওদাগরের ভাগিনা সম্রাট মিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরের দোকানে ওষুধ কিনতে যায়। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে সম্রাটকে বেধড়ক মারধর করে। পরে যুবলীগ নেতা নজরুল ঘটনাস্থলে পৌঁছলে তার ওপরও হামলা চালায় মনিরের লোকজন। হামলায় নজরুল সওদাগর, সম্রাট, সাহাজাহান, লালন, বিপ্লব সওদাগর, শাহিন সওদাগর, মনির, মোনায়েম ও দোকন কর্মচারী সুজনসহ ১০ জন আহত হয়। এ সময় উত্তেজিত লোকজন মনিরের ভাই বিএনপির আহ্বায়ক মতিনের ওয়ালটন শো রুম ভাঙচুর করে। খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব

কশীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবু নেপল চন্দ্র সাহা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি জানান, ঘটনার তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


মন্তব্য