kalerkantho


সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২

জামালপুর প্রতিনিধি    

২২ অক্টোবর, ২০১৬ ১৮:১৫সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আসিফ হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ফুলকুড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে। এ সময় একই উপজেলার ডেবলাই গ্রামের আইউব আলী (৪৫) ও সুরুজ্জামান (৪০) নামে দুইজন আহত হন। গতকাল শুক্রবার রাতে উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে কাঠের গোলাইভর্তি একটি ট্রাক শেরপুরের ঝিনাইগাতি যাচ্ছিল। পথে রাত ১১টার দিকে বাশুরিয়া এলাকায় ট্রাকটি  উল্টে গেলে এতে থাকা শিশু আসিফ হোসেন খাদের পানিতে ডুবে যায়। আজ শনিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা খাদের পানি থেকে লাশটি উদ্ধার করে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, সরিষাবাড়ী ও ময়মনিসংহ ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ডুবুরিদলের সদস্য আনোয়ার হোসেন শিশুটির লাশ উদ্ধার করেন। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইদ্রিস হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

 


মন্তব্য