kalerkantho


নাঙ্গলকোটে স্কুলছাত্র সিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি    

২২ অক্টোবর, ২০১৬ ১৬:৫৪নাঙ্গলকোটে স্কুলছাত্র সিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোটে স্কুলছাত্র শাহদাত হোসেন সিফাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার জোড্ডা ইউনিয়নের কৈরাশ গ্রামবাসী, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোড্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

স্থানীয় কৈরাশ-তালতলা বাজার নামক স্থানে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় মাস্টার মো. সিরাজুল ইসলাম, মো. আলী হোসেন, শাহ আলাম, ইউছুফ, ইউনুছ, জালাল, সেলিম মোল্লা, আলমগীর হোসেন (মিলন), নিহতের মামা সেলিম মিয়া, হারুনুর রশিদ, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, গত রবিবার বিকেলে খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় সিফাত। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ১৩ অক্টোবর সকালে একটি পুকুরে তার মাথা আর ধানক্ষেতে দেহের বাকি অংশ খুঁজে পায় এলাকাবাসী। ওই ঘটনায় এখনো কোনো  হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা অবিলম্বে সিফাতের হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

 


মন্তব্য