kalerkantho


বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৬ ১৭:২৩বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ নৌ পুলিশ। আজ শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার লিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত  যুবকের রিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সামসুল আলম জানান, আজ শুক্রবার বেলা ৩টায় স্থানীয় লোকজন বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট এলাকায় অজ্ঞাত যুবকের লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠাই। নিহতের পড়নে ট্রাউজার ও নীল রংয়ের টি শার্ট পরিহিত ছিল। 

তিনি আরো জানান, লাশটি ৫/৬ দিনের আগের হওয়ায় গায়ের চামড়ায় পচে খসে পড়ায় সুধু বাম পায়ে সামান্য আঘাতের চিহ্ন ছাড়া অন্য কোন অঘাত আছে কিনা বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। 


মন্তব্য