kalerkantho


নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৬ ১৫:৫৯নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক,লেগুনা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন একজন ও আহত ৯ জন। ঘটনাটি ঘটে বেলা সাড়ে ১২টার দিকে।
নিহতের নাম মুজিবর রহমান (৫০)। ঘটনায় আহত হয়েছেন মুজিবর রহমানের স্ত্রী আমেনা বেগম (৪২), মেয়ে মিনারা বেগম (২০), নাতনি তাসমিয়া (০২), তাসমিয়ার বাবা দিলু মিয়া (২৮)। এছাড়া আরও আহত হয়েছে নিলয় (০৮), নিলয়ের মা ফরিদা বেগম (৩৫), নিলয়ের দাদি অনি বেগম (৫০), আমজাদ হোসেন (৪০) ও আল মামুন (১৮)।
আহতদের মধ্যে আমজাদ, মামুম, ফরিদা বেগমের অবস্থা আশংকাজনক। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন, ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআরই বাচ্চু মিয়া।

 


মন্তব্য