kalerkantho


লালমনিরহাটে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৬ ১৫:০৩লালমনিরহাটে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মীম আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকুল গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম আক্তার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের টেপাটারী গ্রামের আব্দুল ফারুক মিয়ার একমাত্র মেয়ে।

কাকিনা ইউনিয়নের চেয়াম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার বাবা-মা'র সাথে নানাবাড়িতে বেড়াতে আসে মীম। শুক্রবার সকালে আশপাশের কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল মীম। এ সময় পাশের একটি পুকুরে পড়ে গেলে শিশু বন্ধুদের চিৎকারে বাড়ির লোকজন এসে মীমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।


মন্তব্য