kalerkantho


বোয়ালমারীতে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ অক্টোবর, ২০১৬ ১৭:২৭বোয়ালমারীতে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আহাদ শেখ হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আব্দুল ওহাব ওরফে তারা মোল্লাকে (৬২)কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত তারা মোল্লা বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

গতকাল বুধবার সন্ধ্যায় সিআইডির উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, গত বছর ৩০ অক্টোবর উপজেলার সাতৈর ইউনিয়নের ফলিয়ার বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ডোবরা গ্রামের আহাদ শেখ (২২) নিহত হন। এ ঘটনায় নিহতের চাচা বাবুল শেখ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি পরে  জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দেয়। এ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মো. আব্দুল ওহাব ওরফে তারা মোল্লা।

সিআইডির এসআই সুজিত কুমার ঘোষ জানান,আব্দুল ওহাব মোল্লাকে আজ বৃহস্পতিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য