kalerkantho


মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মেহেরপুর প্রতিনিধি    

২০ অক্টোবর, ২০১৬ ১৬:১৬মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার বামন্দিতে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় আফতাহিম আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক নছিমনটিকে আটক করলেও পালিয়ে গেছে এর চালক। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বামন্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাহিমের বাড়ি একই উপজেলার বালিয়াঘাট গ্রামে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বৃদ্ধ আফতাহিম আলী বামন্দি বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাংনী ষোলটাকা থেকে ছেড়ে আসা একটি মাছবোঝাই নছিমন  নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হয়। একপর্যায়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে পথেই মারা যান তিনি।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 


মন্তব্য