kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ

সীমান্তে নারী ও শিশুসহ ৪৯ জন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

২০ অক্টোবর, ২০১৬ ১৪:২৩সীমান্তে নারী ও শিশুসহ ৪৯ জন আটক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৪৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বাড়ি বাগেরহাট, খুলনা, নড়াইল এবং গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল ২৬ বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ ওয়াফি জানান, কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়ে দীর্ঘদিন তারা সেদেশে অবস্থান শেষে আজ ভোরে গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা ৪৯ জনকে আটক করে। আটককৃতরা ৩১ জন নারী, সাতজন শিশু এবং ১১ জন পুরুষ। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে বিকেলে তাদেরকে যশোর আদালতে পাঠান হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হযেছে।

 


মন্তব্য