kalerkantho

বৃহস্পতিবার। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩। ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮।


আইসিটি সেবায় সেরা জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৬ ১৩:৪১আইসিটি সেবায় সেরা জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল

নাগরিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা দেওয়ায় দেশের সেরা জেলা প্রশাসক মনোনীত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। আর সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলান হোসেন এবং ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওসমান গনি।

মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি সেল থেকে পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ আছে, আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই তিন কর্মকর্তাকে ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার ২০১৬ তে মনোনীত করা হয়েছে।

 


মন্তব্য