kalerkantho


আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৬ ১৩:৪০আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ফাতেমা আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নারী ও শিশু কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা আক্তার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বরজোর পাথিলা গ্রামের মৃত শহীদুল ইসলামের মেয়ে। তিনি জামগড়া এলাকার পলমল কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
 
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা জানান, আজ বৃহস্পতিবার ভোরে জামগড়া এলাকার মীর বাবুল হোসেনের বাড়ির একটি কক্ষে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে ফাতেমার স্বামী সবুজ হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 


মন্তব্য