kalerkantho


নকলায় ভটভটি উল্টে শিশু নিহত

শেরপুর প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৬ ২০:৫৭নকলায় ভটভটি উল্টে শিশু নিহত

শেরপুরের নকলা-চন্দ্রকোনা সড়কে ভটভটি উল্টে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে নকলা উপজেলার কায়দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ভটভটিটি আটক করে থানায় নিয়ে যায়।

নিহত শিশুর নাম আনন্দ মিয়া (১২)। সে শেরপুর সদরের রৌহা গ্রামের নূরুল ইসলামের ছেলে। 

এ ব্যাপারে নকলা থানার ওসি মো. গোলাম হায়দার জানান, শিশু আনন্দ কয়েকদিন যাবত নকলার বন্দটেকি এলাকার নানার বাড়িতে অবস্থান করছিল। আজ বুধবার বিকেল ৩টার দিকে নানা কাশেম মিয়ার সাথে সে চিনিভর্তি একটি ভটভটিতে করে চন্দ্রকোনা বাজার থেকে নকলা শহরে যাচ্ছিল। কিন্তু পথে কায়দা এলাকায় ভটভটিটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে শিশু আনন্দ ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য