kalerkantho


মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১৯ অক্টোবর, ২০১৬ ১৮:৫২মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৯৫ জন কৃষকের মধ্যে ভুট্টা, মুগ ও খেসারী ডাল বীজ ও সার বিতরণ করা হয় ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, নারী ভাইস জেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরজ্জামান, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সরোয়ার শেখ, সাংবাদিক মিজানুর রহমান মিজু ও কৃষক রবিন চন্দ্র বালা।


মন্তব্য