kalerkantho


ডোমারে বনবিভাগের গাছ কেটেছে পল্লী বিদ্যুৎ সমিতি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি    

১৯ অক্টোবর, ২০১৬ ১৮:০৮ডোমারে বনবিভাগের গাছ কেটেছে পল্লী বিদ্যুৎ সমিতি

নীলফামারীর ডোমারে আজ বুধবার দুপুরে বন বিভাগের অনুমতি না নিয়ে আটটি গাছ কেটে নিয়ে গেছে নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের আন্ধারুর মোড় এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাণাধীন জোনাল অফিসের সামনে আজ বুধবার দুপুরে সড়কের আটটি মেহগনি গাছ কেটে নেয় নীলফামারীর পল্লী বিদ্যুইৎ সমিতি ডোমার জোনাল অফিসের শ্রমিকরা।

নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার  কামাল হোসেন জানান, গত ২-১ মাসে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছের সংস্পর্শের কারণে  ১১-১২ জন মানুষ মারা গেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও দুঘর্টনা এড়াতে ওপরের নির্দেশে গাছ কাটা হয়েছে। তিনি বলেন, "বনবিভাগের অনুমতি নেওয়া হয়নি। নিলে ভালো হতো।"

এ ব্যাপারে ডোমার বনবিভাগের ফরেস্টার শহিদুল রহমান বলেন, "পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের কাছে কোনো অনুমতি নেয়নি। সদর বিট কর্মকর্তাকে তদন্তে পাঠানো হয়েছে। এখনও ফেরেননি তিনি।"


মন্তব্য