kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ফরিদপুরে আলোচনা সভায় বক্তারা

'গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান গুরুত্বপূর্ণ'

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৯ অক্টোবর, ২০১৬ ১৬:৫৭'গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান গুরুত্বপূর্ণ'

ফরিদপুরে 'ভূমি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ নারী' শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, "গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান খুবই গুরুত্বপূর্ণ বিধায় তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। ।

আজ বুধবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। গ্রামীণ নারী উদ্যোক্তা জরিনা বেগমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জি এম আবদুর রউফ, আ ন ম ফজলুল হাদী সাব্বির, আসমা আক্তার মুক্তা, মো. আজহারুল ইসলাম প্রমুখ।

বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফ ও রাসিনের আয়োজনে এবং এএলআরডি'র সহযোগিতায় আলোচনা সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং গ্রামীণ নারী প্রতিনিধিরা সভায় অংশ নেন।

 


মন্তব্য