kalerkantho


এমপিওভুক্তির দাবি

ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৯ অক্টোবর, ২০১৬ ১৫:১৬ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্ত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের নিলটুলী এলাকায় অবস্থিত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আমিনুল হক, সাধারণ সম্পাদক খায়রুল আলম এনায়েত প্রমুখ। বক্তারা অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 


মন্তব্য