kalerkantho


নড়াইলে বাসচাপায় বিপনন কর্মী নিহত

নড়াইল প্রতিনিধি    

১৮ অক্টোবর, ২০১৬ ১৭:১৮নড়াইলে বাসচাপায় বিপনন কর্মী নিহত

নড়াইল-যশোর সড়কের এড়েন্দা নামক স্থানে বাসচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সাইকেল আরোহীর নাম মুজাহিদ। তার বাড়ি লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে। তিনি আকিজ গ্রুপের সাইকেল বিপনন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সাইকেলে করে আকিজ গ্রুপের সিগারেট বিপননে এড়েন্দা বাজারে আসেন মুজাহিদ। এ সময় রাস্তা পারাপার হতে গেলে কালনা ঘাট থেকে যশোরগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে আনলে অবস্থার অবনতি দেখে যশোর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। সেখানে দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে নড়াইল আকিজ টোব্যাকো এর আঞ্চলিক ব্যবস্থাপক মোরশেদুল আলম  বলেন, নিহতের লাশ যশোর থেকে নড়াইলে আসছে।


মন্তব্য