kalerkantho


ফরিদপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৮ অক্টোবর, ২০১৬ ১৬:১৮ফরিদপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শিশু সমাবেশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকালে শহরের কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। জেলা প্রশাসক বলেন, "সেদিন শিশু রাসেল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ না করলে আজ দেশ তাঁকে এক মহান দেশপ্রেমিক হিসেবে পেত।"

এর আগে অতিথিরা শিশুদের সঙ্গে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন। শেষ পর্বে শিশু শিল্পীরা নৃত্য, কবিতা আবৃত্তি এবং দেশের গান পরিবেশন করে।

 


মন্তব্য