kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


ভোলায় শেখ রাসেলের জন্মদিন পালিত

ভোলা প্রতিনিধি    

১৮ অক্টোবর, ২০১৬ ১৬:০১ভোলায় শেখ রাসেলের জন্মদিন পালিত

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার ভোলা জেলা শিশু একাডেমি দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।

সকালে ভোলা প্রেসক্লাব ভবনে বেলুন উড়িয়ে শিশু সমাবেশ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসার উদ্দিন বাবুল, রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আবিদুল আলম প্রমুখ।

 


মন্তব্য