kalerkantho


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা    

১৮ অক্টোবর, ২০১৬ ১৪:৩৭কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আবুল কাসেম (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকালে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে জেলার সদর উপজেলার পালপাড়া কাজী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাসেম বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আ. রশিদের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ছত্তরখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন উদ্দিন জানান, সকাল ৯টার দিকে কুমিল্লা শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার  যাত্রী আবুল কাসেম নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হন আরো তিনজন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


মন্তব্য