kalerkantho


দিনাজপুরে চোলাই মদ ও ফেনসিডিলসহ আটক ৬

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ১২:১৮দিনাজপুরে চোলাই মদ ও ফেনসিডিলসহ আটক ৬

দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫১০ লিটার চোলাই মদ ও ৮৩ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর ছয়জনের মধ্যে মো. আইনুল হক (৪৫), শিরিনা বাসকি (৪০), গোলাপী রানি (৩০) ও রাম সরেনকে (৩৮) চোলাই মদসহ আটক করা হয়। অপরদিকে খানপুরের ফরিদুল ইসলামকে (৩৮) ৭৫ বোতল ও স্বরসতিপুরের আবুল কালাম আজাদকে (৫০) আট বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

 


মন্তব্য