kalerkantho


ফরিদপুরে ইলিশ মাছ ধরার অপরাধে ১১ জেলের কারাদণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ২৩:৫২ফরিদপুরে ইলিশ মাছ ধরার অপরাধে ১১ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে চার মণ ইলিশ ও ১০ মণ কারেন্ট জাল জব্দ করা হয়। আজ সোমবার সকালে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াই এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ইলিশ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নওসের আলী।


মন্তব্য